প্রশংসায় ভাসছেন সেই এএসআই, পেলেন পুরস্কারও

ছুরিকাঘাতে আহত হয়েও জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করার ঘটনায় প্রশংসায় ভাসছেন ডিএমপির ভাটারা থানার এএসআই মো. মেসবাহ উদ্দিন। এবার তাকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করলেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী, এনডিসি।

জানা যায়, আজ সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী, এনডিসি ভাটারা থানার এএসআই মো. মেসবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

সভায় তিনি এএসআই মো. মেসবাহ উদ্দিনের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হয়েও চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে গ্রেপ্তার করেছিলেন এএসআই মো. মেসবাহ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *