দৃষ্টিশক্তিহীন হয়েও মাত্র ২ বছরে কোরআনে হাফেজ ‘হামিদুল্লাহ’

জন্মের পর থেকেই দৃষ্টিশক্তিহীন হামিদুল্লাহ (১৫)। কিন্তু এটি তার জীবনে লক্ষ্য অর্জনে বাধা হতে পারেনি। মাত্র দুই বছরে অদম্য ইচ্ছায় শুনে শুনে ৩০ পারা কোরআন মুখস্থ করেছেন। হামিদুল্লাহ ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের কাজীরদিঘি এলাকার মাওলানা নূর নবী শরীফের ছেলে।

তিনি ফেনী শহরতলীর কালিপাল এলাকার তাহসীনুল কুরআন হিফজ মাদরাসার ছাত্র। জানা গেছে, ছোটবেলা থেকে শিক্ষক বাবা মাওলানা নূর নবী শরীফের কাছে আরবি শিক্ষার হাতেখড়ি তার।

বাবার সঙ্গে থেকে কোরআন পড়ায় দীক্ষা নেন হামিদুল্লাহ। পরে সন্তানকে কোরআনের হাফেজ বানানোর ইচ্ছায় মাদরাসায় ভর্তি করিয়ে দেন তার বাবা।

গত বছরের ১৯ সেপ্টেম্বর হামিদুল্লাহর সর্বশেষ সবক অনুষ্ঠান শেষ হয়। হামিদুল্লাহ বলেন, ‘বাবার অনুপ্রেরণায় আজ আমার এ সফলতা।

মাদরাসায় সবসময় শিক্ষক-সহপাঠীরা সহযোগিতা করেছেন। সকলের প্রচেষ্টায় আল্লাহর রহমতে দুই বছরে হাফেজ হতে পেরেছি। আমি বড় একজন আলেম হতে চাই।’

মাদরাসার পরিচালক হাফেজ ক্বারি মো. আরিফুল ইসলাম বলেন, ‘অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে হামিদুল্লাহর ইচ্ছা শক্তি বেশি।

অন্যরা সহযোগিতা করতে চাইলেও সে সবসময় নিজের কাজটি নিজে করার চেষ্টা করে। তার পাশে দাঁড়াতে পেরে আমাদের এ প্রতিষ্ঠান গর্বিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *