![](https://www.dhakasports.life/wp-content/uploads/2025/01/Untitled-142.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৩১ দফা নিয়ে মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এব কথা বলেন।
প্রকৌশলী বকুল বলেন, আজকে কেউ কেউ বৈষম্যবিরোধী আন্দোলনকে নিজেদের আন্দোলনের ফসল বলে দাবি করেছেন।
কিন্তু বিএনপির এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, তার সঠিক নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে সেই ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার করা হবে।