জনপ্রিয় গানের দলের গিটারিস্টের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার!

জনপ্রিয় গানের দল ফসিলসের সাবেক সদস্য গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গে মিরর স্ট্রিটের বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

তার বয়স হয়েছিল ৪৮ বছর। চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান তার বর্তমান ব্যান্ড সহকর্মী মহুল চক্রবর্তী। তিনিই পুলিশকে খবর দেন।

ঘটনায় একটি অপমৃ’ত্যুর মামলা হয়েছে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি।

গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটে ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার ডিপ্রেশনের চিকিৎসা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃ’ত্যুর খবর ছড়িয়ে পড়লে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। ঘটনার দিন কল্যাণীতে শো ছিল ফসিলসের। সেরকম দিনেই তার মৃ’ত্যুর খবর দুঃখ ভারাক্রান্ত করল সবাইকে।

ব্যান্ডের বেজ গিটার বাজাতেন চন্দ্রমৌলি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না’, ‘হাস্নুহানা’, ‘দেখো মানসী’, ‘বাইসাইকেল চোর’, ‘আরও একবার’, ‘একলা ঘর’, ‘বিষাক্ত মানুষ’, ‘মিলেনিয়াম’, ‘নেমেসিস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *