ভারতের ডাকে পাকিস্তাত সাড়া দিলেও অপেক্ষায় বাংলাদেশের

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ১৫০তম বছরের উদযাপনের অনুষ্ঠানে আমন্ত্রণিত দেশগুলোর মধ্যে পাকিস্তাত সাড়া দিলেও অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ।

আইএমডি ডয়েচে ভেলেকে জানিয়েছে,১৪ ও ১৫ জানুয়ারি দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপে অনুষ্ঠানে আইএমডি জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়টি প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে।

আমন্ত্রিত দেশের মধ্যে আছে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা ও নেপাল। এছাড়া মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পশ্চিম এশিয়ার অনেকগুলি দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তান ইতোমধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছে। তারা প্রতিনিধিদের দিল্লি পাঠাবে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা পাঠানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *