জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।
স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেন তিনি।
জেক সুলিভান জানান, তার মনে হয়েছে, ভারতীয় কর্মকর্তারাও এ ধরনের মনোভাবই পোষণ করেন। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ভারতে জল্পনা এবং
ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট- ভারতের এমন অভিযোগের প্রেক্ষাপটে সম্প্রতি ভারত সফর করা জেক সুলিভানের কাছে হিন্দুস্তান টাইমস বিষয়টি জানতে চায়।
পাশাপাশি যাকে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের নেতৃত্বদানকারী’ হিসেবে বলা হয়। উত্তরে সুলিভান বলেন, ‘আমি প্রথমেই বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব যে আমি ডিপ স্টেট পরিচালনা করি এবং
একইসঙ্গে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করব যে বাংলাদেশে ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল। বিষয়টি সম্পূর্ণ হাস্যকর।’ তিনি বলেন, ‘ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আমার কথোপকথনের ভিত্তিতে, আমি বিশ্বাস করি না যে তারা মনে করেন আমরা এর পেছনে ছিলাম।’