জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার- সিপিবি

টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং নতুন করে ভ্যাট আরোপ করায় অন্তর্বর্তী সরকারকে স্বৈরাচার সরকারের সঙ্গে তুলনা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রাজনৈতিক দলটি বলেছে, স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (১০ জানুয়ারি) সংবাদমাধ্যমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার টিসিবির কর্মসূচির ট্রাক সেল বন্ধ করাসহ ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থেকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সরকার সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যেমন– সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য বিস্কুট, সাধারণ হোটেল, মোবাইল রিচার্জার, গ্যাসসহ অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে।

উচ্চ মুদ্রাস্ফীতি এবং আইএমএফের চাপে অন্তর্বর্তীকালীন সরকারের এ সিদ্ধান্ত প্রান্তিক, স্থায়ী উপার্জনকারী এবং নিম্ন-মধ্যম আয়ের মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলবে, তা দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে।

এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি। যা নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে আহ্বান জানিয়ে বলা হয়, অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচার করা অর্থ, খেলাপি ঋণ আদায় ও ধনীদের ওপর প্রয়োজনীয় বিশেষ কর আরোপ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *