বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আটক

চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তারকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাতিল করা হয়েছে নিপুণের লন্ডনযাত্রা।

ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে দলটির সব নেতা পালিয়ে যান। কেউ কেউ বিদেশ পাড়ি জমালেও অনেকে দেশেই আত্মগোপনে থাকেন।

হাসিনা সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকারা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকায় তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়। এমন অবস্থায় গ্রেফতার এড়াতে অনেকে আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে চিত্রনায়িকা নিপুণ আক্তারও ছিলেন।

নিপুণ আক্তার দেশে ছিলেন নাকি লন্ডনে পাড়ি জমিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। আগেই গুঞ্জন উঠেছিল লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। তবে গত অক্টোবরের শেষ দিকে গণমাধ্যমে খবর প্রকাশ হয়

দেশেই আত্মগোপনে আছেন নিপুণ আক্তার। গ্রেফতারের ভয়ে দেশ ছাড়তে পারেননি তিনি। অবশেষ আজ আজ তাকে আটকের খবর জানা গেল।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হন এই অভিনেত্রী। বিশেষ করে সমিতির নির্বাচনে পরাজিত হয়ে মামলা করে চেয়ারে বসে হন বিতর্কিত। এফডিসিকেন্দ্রিক একটি শক্তির প্রকাশ করেন নিপুণ।

এ সময় আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতার সহযোগিতা নেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *