ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য নথি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আজ রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানালে বিভ্রান্তি দেখা
দেয়। চিফ প্রসিকিউটরের বরাতে কোথাও কোথাও প্রচার করা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ বের হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজেও এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে বিষয়টি পরিষ্কার করতে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেছেন, শেখ হাসিনার নামে রেড নোটিশ জারির
গুজবের পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রয়েছেন বলে আওয়ামী লীগ গুজব ছড়িয়েছে।
তিনি বলেন, ‘এ বিষয়টি পরিষ্কার করছি যে গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে- এমন কোনো গুজব আমরা ছড়াইনি। প্রেস উইংয়ের অন্য কেউ এমন মন্তব্য করেননি, কোনো সাংবাদিককেও তারা এ কথা বলেননি।
গুজব ছড়ানোর কাজে আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা বেশ পটু। শফিকুল আলম এ-ও বলেন, ‘তবে আজ হোক কিংবা কাল, আমরা গণহত্যা, গুম এবং দুর্নীতির জন্য হাসিনার প্রত্যর্পণ চাইব। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে।
আমরা আশা করি, ভারত এই চুক্তিকে সম্মান করবে। হাসিনা ছাত্র, শ্রমিক ও শিশুদের গণহত্যাকারী। হাজার হাজার মানুষের গুমের জননী, ভুক্তভোগীদের বেশির ভাগই বিরোধী নেতাকর্মী। তার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতায় বিশ্ব আজ জেগে
উঠেছে। তিনি বলেন, ‘লাতিন আমেরিকাসহ বিশ্বের সব স্বৈরশাসকের গল্পই এক, শেষ পর্যন্ত জেলই তাদের ঠিকানা হয়েছে।’