২৫ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধাকে নিয়োগ দিয়েছি: মেজর ডালিম

সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে এক বিশেষ লাইভে যুক্ত হন মেজর ডালিম। সেখানে তিনি তার জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা মেজর ডালিম। তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন বলে এ পর্যন্ত অভিযোগ ছিল।

রবিবার (৫ ডিসেম্বর) রাত ৯ টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলের বিশেষ লাইভে যুক্ত ছিলেন।সেখানে তিনি মুক্তিযুদ্ধে যুক্ত হওয়ার ঘটনা তুলে ধরে বলেন,

‘অপারেশন চালানোর জ্ঞান থাকার কারণে সেসময় আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়ি এবং অতি সহজে দিল্লিতে পৌছে যাই। এবং সেখানে আমাদের ৩ জনকে রিসিভ করে প্রাইম মিনিস্টারের মূখ্য সচিব। এরপর হয় বিভিন্ন আলাপ আলোচনা।

তিনি আরও বলেন, ‘দিল্লি যাওয়ার পর আমাদের কিছুদিন ট্রেনিং করানো হয় এরপর আমাদের মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেয়া হয়। ফেরার পর আমাকে এবং মতিকে এপোয়েন্ট করা হয় গেরিলা এডভাইজার হিসেবে।

মানে ১১ টা সেক্টরের মুক্তিসেনাদের ট্রেইন করা এবং অপারেশন করানোর দায়িত্ব পড়ে আমাদের দুই জনের উপর। আর আমরা ১১ টা সেক্টরকে ভাগ করে নেই। মুক্তিযুদ্ধকালীন সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি বলেন,

‘ যুদ্ধের সময় আমি বেশ কয়েকবার আহত হয়েছি।‘ স্বাধীনতা সংগ্রামের কথা বলতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, ‘ এরপর সেনাবাহিনীসহ ৫ বাহিনি গঠন করা হয়। আমাদের সাথে যারা যুদ্ধ করেছে আমি সেরকম ২৫ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধাকে যারা

আমাদের আন্ডারে কাজ করেছে তাদের বিভিন্ন বাহিনিতে নিয়োগ দিয়েছি। এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট সিনোপসিস‘। প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের শুরুতে মেজর ডালিম পাকিস্তানে ছিলেন।

২০শে এপ্রিল ১৯৭১ সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *