সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে “সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনায় সহ-সমন্বয়ক জড়িত – পুলিশের দাবি” শীর্ষক শিরোনামে বেসরকারি একটি সংবাদমাধ্যম
সময়ের কণ্ঠস্বরের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনায় সহ-সমন্বয়ক জড়িত – পুলিশের দাবি” শীর্ষক শিরোনামে সময়ের কন্ঠস্বর কোনো সংবাদ বা ফটোকার্ড
প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময়ের কন্ঠস্বর এর ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া দাবি সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়,
এতে সময়ের কন্ঠস্বরের নাম, ভোরের ডাক’র লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ ডিসেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে সময়ের কন্ঠস্বরের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো
পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময়ের কন্ঠস্বরের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।