মন্দির থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে লাপাত্তা ইসকনের কর্মী

মন্দির থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকনের এক কর্মচারী। একইসঙ্গে ভক্তদের দান করা অর্থ সংগ্রহের জন্য রাখা একটি রসিদ বই নিয়েও ভেগেছেন তিনি।

এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরায়। রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, এক ইসকন মন্দিরের কর্মচারী ভক্তদের দান করা অর্থ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত একটি রসিদ বইসহ লাখ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।

এই ঘটনায় পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার বলেছেন, “শুক্রবার গভীর রাতে মন্দিরের প্রধান অর্থ কর্মকর্তা বিশ্ব নাম দাস একটি এফআইআর দায়ের করেছেন।”

তিনি বলেন, বিশ্ব নাম দাস গত ২৭ ডিসেম্বর এসএসপি শৈলেশ কুমার পান্ডের কাছে কথিত চুরির কথা জানিয়ে একটি আবেদন জানিয়েছিলেন। প্রাথমিক তদন্তের পরে এফআইআর দায়ের করা হয়েছে।

মন্দিরের পিআরও রবি লোচন দাস বলেন, অভিযুক্ত মুরলিধর দাসের কাজ ছিল দান করা টাকা সংগ্রহ করা এবং সময়ে সময়ে মন্দির কর্তৃপক্ষের কাছে সেসব টাকা জমা করা। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের পর জানা যাবে ঠিক কত টাকা তিনি মন্দিরে জমা রেখেছেন।

এফআইআর অনুসারে, নিমাই চাঁদ যাদবের ছেলে মুরলিধর দাস ভারতের আরেক রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরের রাউগঞ্জ ভাসার শ্রীরাম কলোনীর বাসিন্দা। পুলিশ জানায়, টাকার পাশাপাশি সে ৩২টি শিট সম্বলিত রসিদ বই নিয়েও পালিয়ে যায়।

পিআরও জানান, এর আগেও সৌরভ নামে এক ব্যক্তি অনুদানের টাকা ও রসিদ বই নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে সেসব উদ্ধার করার আগেই তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *